করোনার টিকা নিলেন নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা
মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা।টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলার নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা। তিনি বলেন এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে, তেমনি এই দেশকে করোনা থেকে সুরক্ষিত করবে । তাই আপনার সবাই করোনা ভাইরাসের টিকা নিন। নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন।