চিতলমারীর ইউএনও’কে উপজেলা পরিষদ ও প্রশাসনের বিদায়ী সংবর্ধনা

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফুল আলমকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। পদন্নোতি পেয়ে খুলনার এডিসি হওয়ায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংর্ধনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ১৬ ফেব্রুয়ারী তিনি খুলনা জেলার এডিসি পদে যোগদান করবেন।

চিতলমারী উপজলো পরষিদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্র্মকর্তা মোঃ আমনিুল ইসলামের সঞ্চালনে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মোমেনা খাতুন, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি (প্রতিষ্ঠাকালিন) এস এস সাগর, বর্তমান সভাপতি প্রদীপ মন্ডল, সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা।

অনুষ্ঠানে বক্তারা জানান, বিদায়ী নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম চিতলমারী উপজেলায় বিগত ২০ মাস প্রশংসনীয় কাজ করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *