টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান -এর শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ’৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মহিলা সংস্থার সদস্য সাবেরা বেগম, এ্যাড. তাহমিনা সুলতানা, আকলিমা জাহান, রোকেয়া জামাল, গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জাতীয় মহিলা সংস্থার পরিচালক (উপ-সচিব) জি এম রফিকুল ইসলাম, উপ-পরিচালক (উপ-সচিব) তাহমিনা সুলতানা, উপ-সচিব (উপ-প্রকল্প পরিচালক ট্রেনিং ও মনিটরিং) লোকমান হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী, পরিদর্শন কর্মকর্তা নেক পারভীন লায়লা, জেলা ভিত্তিক প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল বাশার ফকির প্রমূখ উপস্থিত ছিলেন। পরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।