গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইমুনজ্জামান সিনতেরে (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ সোমবার উপজেলার মাঝবাড়ি-টুঙ্গিপাড়া সড়কের লোহারংক গ্রামের মনির দাড়িয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইমুনজ্জামান সিনতেরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে কলেজ ছাত্র সাইমুনজ্জামান সিনতেরে নিহত হয়। নিহত সাইমুনজ্জামান সিনতেরে উপজেলার মাঝবাড়ি গ্রামের আলীউজ্জামান দাড়িয়ার ছেলে।