চুয়াডাঙ্গায় চৌরাস্তার মোড় থেকে নতুন জেল খানা পর্যন্ত মেন রাস্তা নির্মান কাজের শুভ্র উদ্ধোদন
আজ শনিবার সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গার চৌরাস্তা মোড়ে চুয়াডাঙ্গা সড়ক বিভাগের পায়রা চত্তর থেকে নতুন জেলখানা পযন্ত ৪ কি:মি: মেইন্টেনেন্স সড়ক তৈরী করতে ৫ কোটি টাকা ব্যায়ে রাস্তার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দার বলেন চুয়াডাঙ্গার সড়কের মেইন্টেনেন্স কাজ যাতে ভালো হয়। সেই দিকে লক্ষ্যে রেখে কাজ করতে হবে। জনসাধারণ যাতে করে অল্প সময়ের মধ্যে রাস্তায় উচুত খেয়ে না পড়ে এবং জনগণ যাতে আমাদের সকলে বদলামের ভাগীদার না করে। সেই জন্য আমি ঠিকাদার সহ সকল দায়িত্ব থাকা কর্মকর্তা গন কে সঠিক ভাবে কাজ করার জন্য অনুরোধ করছি। এবং আমি জনসাধারণকে জানাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের কাজ সঠিক ভাবে বুঝে নেওয়ার জন্য। সেই সাথে কোন প্রকারের অনিয়ম দেখা দিলে কতৃপক্ষেকে জানাবেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়,চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,ওহিদ হাসান জোয়ার্দ্দার,সড়ক বিভাগের সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মাদানী এন্টার প্রাইজের প্রতিষ্টান ইকবাল মাহামুদ টিটু ও সৈয়দ ফরিদ আহামেদ এই সময় উপস্থিত ছিলেন।