Farhan Labib,dainikshatabarsha
37 ঘন্টা পর পাওয়া গেল মজিবর এর লাশ!
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার পাটগাতি ইউনিয়ন এর পাটগাতি পূর্বপাড়া 3 নং ওয়ার্ড এর বাসিন্দা মরহুম ফজলুল শেখ এর শেখ এর তৃতীয় সন্তান মোহাম্মদ মজিবুর শেখ (62)।রবিবার দিন গত রাতে তার বাড়ির প্বার্শস্থ বাঘিয়ার নদিতে গোসল করতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি । ফায়ার সার্ভিস এর দীর্ঘ তল্লাশির 37 ঘন্টা পর আজ মঙ্গল বার বিকাল 4:35 ঘটিকায় পাওয়া গেল মজিবর এর লাশ। বাঘিয়ার নদীতে আজ বিকেলে এর জোয়ার এর সময় ভেসে আসলে স্থানীয় বাসিন্দা মোঃ সোহরাব মুন্সির ছেলে মোঃ উলু মুন্সির দৃষ্টি গোচোর হয়। একটু দূরে অবস্থিত ফায়ার সার্ভিস এর তল্লাশি টিম এর কাছে সংবাদ পৌছালে দ্রুত লাশটি উত্তলন করে। ঘটনা টি পর্যবেক্ষন করার জন্য ঘটনা স্থলে সাথে সাথেই উপস্থিত হয় টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ জনাব নাছিম উদ্দিন। বিষয়টি নিয়ে মৃত ব্যক্তির মেজ ভাই মোঃ মহিউদ্দিন শেখ টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সংবাদটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে হয়ে ওঠে হাজারো মানুষের সমাগম। পরিবারে চলছে শোকের মাতম।স্বজনদের আহাজারিতে প্রকম্পিত গোটা মহল্লা। আজ মাগরিব এর পর মজিবর রহমান কে পারিবারিক কবরস্থান এ দাফন করা হবে।
নতুন আপডেট পেতে দৈনিক শতবর্ষের সাথে থাকুন।
বাড়িতে থাকুন, সুস্থ্য থাকুন।