ফকিরহাটে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক  করেছে পুলিশ


ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক স্থান থেকে মাদক সহ তিন

মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে মোট ৬০০গ্রাম গাজা উদ্ধার হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই বিল্লাল

ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল লখপুরের ভবনা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে

আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে আঁধা কেজি গাজা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো ভবনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাকারিয়া শেখ (২৬), একই

গ্রামের মৃত ছবির গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৫)। এ ব্যাপারে বুধবার (১০ আগষ্ট) সকালে

এসআই বিল্লাল ভূইয়া নিজ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

অপরদিকে, মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামী মাহিন্দ্রা চালক

সিরাজুল ইসলামকে আটক করেছে। এসময় তার নিকট থেকে এক’শ গ্রাম গাজা উদ্ধার করেছে

পুলিশ। তাকে সোমবার রাতে আটক করা হয়েছে। আটক সিরাজুল ইসলাম বাহিরদিয়া এলাকার

মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি

মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,

পৃথক অভিযানে মাদক সহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

আইনে পৃথক দুটি মামলা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *