বরিশালে শালিণ্য’র আয়োজনে ৩০তম গণিত উৎসব অনুষ্ঠিত

 বরিশালের যুব সংগঠন শালিণ্য এর আয়োজনে ৩০তম গণিত উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়্যারম্যান মাহবুবুর রহমান মধু, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম ও জাতীয় শ্রেষ্ঠ জয়িতা হাসিনা বেগম নীলা। শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গণিত উৎসবের সদস্য সচিব নীলাঞ্জনা শীল, উৎসব পরিচালক অমিত ভাংরা, আবুল খায়ের সবুজ, তহমিনা বেগম, মারুফা খানম, সৈকত চন্দ্র দে, প্রান্ত দত্ত সহ সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ের একশত পঞ্চাশজন শিশুকে নিয়ে বরিশাল নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে শালিণ্য’র এমন আয়োজনকে প্রসংশনীয় উদ্যোগ হিসেবে ধন্যবাদ জানায় অংশগ্রহণকারীরা এ আয়োজনের মাধ্যমে শিশুরা গণিতের বুদ্ধি ভিত্তিক চর্চায় উৎসাহিত হয়েছে বলেও জানায় অভিভাবকরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *