প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ
এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন তিন-চার দিন আগে নমুনা সংগ্রহ করা হয়। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি। তিনি আরও বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এলেও অবশ্য মানসিকভাবে ঠিক আছি। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত