প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২০, ১:১২ অপরাহ্ণ
রাবু সরকারের কবিতা।
"মহামারী করোনা”
রাবু সরকার
বাড়িয়া চলিছে মহামারী করোনা দিনে দিনে,
মানবজাতি দাড়িয়েছে মহামারী করোনার সন্ধিক্ষণে।
মানবদেহে বাধিছে বাসা মরণব্যাধি,
পায়নি আসল পথ্য খুঁজে আজো অদ্যাবধি।
ডাক্তার, চিকিৎসক ও গুণীজন যারা,
বিশ্বনেতা সবাই হয়েছে আজ মহামারী করোনার দিশেহারা।
পাপ-পন্কিলতায় ভরা এই ধরণী,
এক আল্লাহকে ভূলে গাইছে অন্যের জয়ধ্বনি।
বিশ্ববাসীর প্রতি মোর এক নিবেদন,
এক আল্লাহর নিকট মহামারী করোনার পানাহ চাই এখন।
তাই বলি ছেড়ে দে মানবতা বিরোধী যত কাজ,
স্বাস্থ্যবিধি পূর্ণভাবে মেনে চলি আজ।
মুক্ত কর হে পরওয়ারদেগার মোদের,
তুমি না বাচালে মরণ হবে সবার।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত