(Untitled)

গোপালগঞ্জের মুকসুদপুরে আশরাফ আলী শেখের (৫৫) স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ননীক্ষীর গ্রামে কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা লাশ নামিয়ে পুলিশে খবর দেয়। উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আসমা বেগমকে (৪৫) আটক করেছে। পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ আলীর স্ত্রী আসমা বেগম (৪৫) বহুদিন ধরে পরকীয়ায় জড়িত।

মঙ্গলবার রাতে শোনা যায় আশরাফ আলী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের ধারণা- এটা পরিকল্পিত হত্যাও হতে পারে। ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ জানান, আশরাফ আলী আত্মহত্যা করেছে না কি হত্যা করা হয়েছে- এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করবে। এটাই আমার দাবি। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শেখ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে সঠিক ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *