আইন অমান্য করে  টুঙ্গিপাড়ায় খো্লা আছে কয়েকটি  কোচিং

করোনা মহামারির এই সংকট কালে সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও আইন অমান্য করে  টুঙ্গিপাড়ায় খো্লা আছে কয়েকটি  কোচিং। পুরোনো কৌশল পরিবর্তন করে শিক্ষকরা নতুনভাবে চালিয়ে যাচ্ছেন তাদের এই শিক্ষা বাণিজ্য। দৈনিক শতবর্ষ এর অনুসন্ধানে বেরিয়ে আসে সেই  দৃশ্য।

আবার অনেকেই বলেন এটি কোনো কোচিং সেন্টার নয়, কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে শুধু প্রাইভেট পড়ানো হয় এখানে। এসময় তারা নানা ভিত্তিহীন কথাও বলেন,যে অনেকের কাছে কোচিং সেন্টার খোলা রাখার বিষয়টি শুনেছে।

এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা,দিপু মনি দেশের সকল অভিবাবকদের উদ্দেশ্যে বলেন যে,আপনাদের সন্তান এক বছর লেখা পড়া না করলে কোন ক্ষতি হবেনা,কিন্তু মহামারির এই সংকট কালে পড়া-লেখা করতে গেলে খালি হবে অনেক মায়ের কোল।

কিন্তু তারপর ও টুঙ্গিপাড়া এলাকায় শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায় কয়েকটি কোচিং সেন্টারে।  অভিাবক ও সচেতন মহলের প্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকারের আইন অমান্য করে কেউ যদি কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস নেয় আর তদন্তে তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রসাশন। উল্লেখ্য যে,নির্দেশ অমান্যকারীরা ও নজরদারিতে থাকেবন ।

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *