জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসবি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার লাকি কুপন এর ড্র অনুষ্ঠিত।
কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় 14 ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এসবি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার গতকাল রাত 9 টায় লাকি কুপনের ড্র এর প্রোগ্রাম করে।
। উদ্বোধনের পর থেকে রেস্টুরেন্টে যারা খেতে এসেছেন তাদের প্রত্যেককে একটি করে লাকি কুপন দেয় এসবি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। লাকি কুপন এ অংশগ্রহণ করেন বিভিন্ন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা ভোক্তা ও শুভানুধ্যায়ীরা। কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খানের উপস্থপনায়, এসবি টাওয়ার এর কর্ণধার বাবলু ফকির লাকি কুপন বিজয়ী সকলকে পুরষ্কার বিতরন করেন।
লাকি কুপন এর ড্র’তে মোট 50 জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন আপনাদের জন্য আমাদের এসবি রেস্টুরেন্ট এর এই মনমুগ্ধকর আয়োজন ইতিমধ্যেই আপনাদের সেবায় ব্যাপক সন্ত্তষ্টি ও গ্রহণযোগ্যতা পেয়েছে ।
আমি সবাইকে আমার রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সবাইকে আহ্বান করি, আপনারা আসুন এবং মান সম্পন্ন খাবার ও সেবা গ্রহন করুন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনমুগ্ধকর মনোরম পরিবেশে উপস্থিত ছিলেন কাশিয়ানী সহকারী ভূমি কমিশনার আতিকুল ইসলাম, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান সহ ফোরামের সাংবাদিকবৃন্দ।