স্টাফ রিপোর্টার:
আশাশুনির নৈকাটি গ্রামের কোরবান আলী সরদারের স্ত্রী মাজেদা খাতুন ষড়যন্ত্র করে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মাজেদা খাতুনকে মারধর ও গলার হার কেড়ে নেওয়ার অভিযোগ করে অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ায় এলাকাবাসীর জনমনে খুব ক্ষোভ সৃষ্টি হয়েছে ।
এরই প্রতিবাদে ১৪ই মার্চ শুক্রবার সকালে নৈকাটি উত্তর পাড়া ওয়াবদা রাস্তার উপরে কোরবানের স্ত্রী মাজেদা খাতুনের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেন ।
এ সময় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন
আব্দুল আজিজ মেয়ে স্বপ্না খাতুন, মহিদুল সরদারের স্ত্রী তাসলিমা খাতুন, মৃত সাজ্জাদ সরদারের স্ত্রী রেবেকা খাতুন, শাহবাজের মেয়ে তাছলিমা বেগম সবাই একত্বতা পোষণ করে বলেন কোরবান সরদারের স্ত্রী মাজেদা ও সাথী মারামারির সময় আমরা সরেজমিনে উপস্থিত ছিলাম সেখানে সাংবাদিক আরিফুল মাজেদা খাতুনকে মারেনি গলার হারও নেইনি এক কথায় আরিফুল সেখানে উপস্থিত ছিল না, আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।
এ সময় উপস্থিত ছিলেন ছেলিম সরদারের স্ত্রী আসমা খাতুন, ছাত্তার সরদারের স্ত্রী হাসিনা খাতুন, মনির উদ্দিন সরদারের স্ত্রী সাহিদা খাতুন,
শহিদুলের স্ত্রী খাদিজা খাতুন, সাদ্দামের স্ত্রী সালিমা খাতুন, আনসার সরদারের স্ত্রী বুলি খাতুন, আলতাবের স্ত্রী নুরুন্নাহার খাতুন, মতলেব সরদারের স্ত্রী সুখজান খাতুন, সাইরা খাতুন, সেমোউদ্দীন সরদারের স্ত্রী রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, শাহানারা খাতুন, সালি খাতুন, আনোয়ারা খাতুন, সাজেদা খাতুন, রহিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।