★গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫ গ্রাম হেরোইন সহ আটক-১★

 গাইবান্ধার গোবিন্দগঞ্জ ০৮ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ ভোর অনুমান ০৪.৪০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই খন্দকার আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের পান্থাপাড়া এলাকা হতে স্হানীয় এলাকাবাসীর সহায়তায় নিয়মিত হেরোইন সেবনকারী ও পেশাদার চোর ১। মনির হোসেন মধু (২৫) পিতা মৃত তোতা মিয়া সাং-বোগদহ পলুপাড়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাকে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে। এবং সাথে থাকা দুজন পালিয়ে যায়। এই দলটি নিয়মিত হেরোইন সেবনকারী। তারা হেরোইন কেনার টাকা সংগ্রহের জন্য প্রায় চুরি করে থাকে। থানাসূত্রে জানাযায় উদ্ধারকৃত হেরোইনের মূল্য অনুঃ ৭৫ হাজার টাকা। এই বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হইয়াছে। আসামী মনিরের বিরুদ্ধে পূর্বের ০৩টি মামলা আদালতে বিচারাধীন আছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image