মাছ নিধন ৮ লক্ষ টাকার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেস্বর বাজারে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা হাটের বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র মিজানুর রহমান প্রায় একযুগ ধরে তার নিজস্ব ও লিজকৃত পুকুরে রুই, কাতল, সরপুটি, বিগহেড, কার্ফু, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল।
এলাকার আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের নুর আলম (৪৫), মোঃ শাকিল (২৫) ও মোঃ শাহিন (২২) এর সাথে তার বিরোধ চলছিল। গত শুক্রবার ভোর রাত প্রায় ৫টার দিকে তারা পুকুরে বিষ দেয়। শুক্রবার সকাল থেকে সারাদিন পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
চাষী মিজানুর রহমান জানান, পুকুরই ছিল আমার একমাত্র সম্বল। মাছ চাষ করে আমি আমার পরিবারের জীবিকা নির্বাহ করতাম। এখন আমি কি করব? কি ভাবে ঋণের টাকা পরিশোধ করব। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।