চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান ৭ মাসে ৪ বার শ্রেষ্ঠ ওসি হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। পরিশ্রম যে সাফল্যের চাবী কাঠি, সেটা আবারো প্রমান করলেন, উদীয়মান তরুন প্রতিভাবান জন বান্ধব পুলিশ অফিসার (ওসি) মাহাবুবুর রহমান। কয়েক মাসের মধ্যে দর্শনা থানার নতুন ওসির বহু কর্মকর্তা কে, তাক লাগিয়ে অনেক পুরাতনদের পেছনে ফেলে একের পর এক শ্রেষ্ঠতা অর্জন এ এক পুজনীয় আশির্বাদ, এ অর্জন দর্শনা থানা বাসীর।
এ অর্জন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের, যারা বুঝে শুনেই তার মত একজন তরুন পুলিশ অফিসারের কাঁধে কয়েক লক্ষ জনগনের যান-মালের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়ে ছিলেন। পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন কালে বাংলাদেশের যেখানেই থাকুন মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবেন, অন্যায়ের বিরুদ্ধে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়বেন, শ্রেষ্ঠতার অর্জন যেন অটুট থাকে। ৪র্থ বারের মত চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা পাওয়ায় দর্শনার ওসি মাহাবুবুর রহমানকে জানায় শুভেচ্ছা।
মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারীদের গ্রেপ্তার, চোরাচালানকারীদের দমন, ওয়ারেন্ট তামিল সহ অন্যান্য অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় পর পর চতুর্থ বারের মত চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হওয়ায় অপনার শুভাকাঙ্ক্ষী সহ দর্শনাবাসীরাও আনন্দিত। পুলিশ অফিসারদের মধ্যে উৎসাহ সৃষ্টির জন্য মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম অফিসার ইনচার্জ দর্শনা থানার হাতে উপহার হিসেবে ক্রেস্ট, নগদ ২০,০০০/= (বিশ হাজার) টাকা এবং সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। উল্লেখ্য, ভারত সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কেরু এন্ড কোম্পানি সুগার মিল নামে পরিচিত এলাকাটির নাম দর্শনা।
এই দর্শনা এলাকার ৪টি ইউনিয়ন যথাঃ তিতুদহ, বেগমপুর, পারকৃষ্ণপুর-মদনা ও কুড়ুলগাছি ইউনিয়ন ও ১টি পৌরসভা যথাঃ দর্শনা পৌরসভা এলাকা নিয়ে গঠিত দর্শনা থানা। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি থানা দর্শনা থানা। ২০১৯ সালের ২১ অক্টোবর দর্শনা থানা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে দর্শনা থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । দর্শনা থানার প্রথম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক মাহাবুবুব রহমান।