বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিএমপি কর্তৃক ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার তিন । গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০শে আগষ্ট ২০২০ খ্রিঃ বরিশাল মহানগর গোয়েন্দা বিভাগ কর্তৃক পৃথক পৃথক দুই অভিযানে মোট ৭৫০ পিস ইয়াবা সহ তিন জনকে আটক করা হয় । সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ রবিউল ইসলাম শামিম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আঃ হালিম খন্দকার সঙ্গীয় এসআই মোঃ দেলোয়ার হেসেন (পিপিএম) সহ অফিসারবৃন্দ কোতয়ালী মডেল থানাধীন হোটেল আলী ইন্টারন্যাশনালের তৃতীয় তলায় উত্তর সাঁড়ির ৩১৩ নং কক্ষের মধ্যে অভিযান পরিচালনায় মাদক ব্যবসায়ী ১) মোসাঃ নাছিমা আক্তার নদী (৪০) ও ২) মোঃ শামীম খাঁন (২৬) কে ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ,সঙ্গীয় এসআই সুজিত গোমস্থা ও অফিসারবৃন্দ কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ড সংলগ্ন রুপাতলী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বিপরীতে মাদক ব্যবসায়ী মোঃ তারেক হাওলাদার ওরফে সানি (২৬) কে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।