৬১টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

আসন্ন ৬১টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম নেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র নেয়া ও জমা দিতে হবে।

সোমবার দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়- সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীগণ মনোনয়ন ফরম কিনতে পারবেন।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র নেয়া ও জমা দিতে দিতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *