৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক দুঃস্থদের মাঝে কম্বল ও ত্রাণ বিতরণ।

 বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার দুস্থ অসহায় মানুষের মাঝে এক ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করছে। ও ত্রাণ বিতরণ কর্মসূচি ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

টুংগীপাড়া কোটালীপাড়ায় মোট ১৯ টি ইউনিয়ন ও পৌরসভার দুঃস্থদের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিটি ত্রাণ প্যকেটে ছিল ১.৫ কেজি চাল,২কেজি আটা,১ কেজি তেল,১কেজি চিনি,৫০০ গ্রাম ডাল,১ কেজি লবন, ৯ টি স্যুপ, ৬ প্যাকেট হরলিক্স,১ টি লাক্স শাবান, ৪ প্যাকেট টয়লেট ক্লিনার,৬ প্যাকেট হুইল পাউডার,৮ মিনি প্যাকেট হ্যান্ভ‌ওয়াশ, ১৮ মিনি প্যাকেট টুথপেস্ট। জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনওয়ার, এনডিসি,এইচডিএমসি,পিএসসি,জি এর নির্দেশনায় উক্ত ত্রান ও কম্বল বিতরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে ‌। ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এই অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *