বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর শেষ কবে.? পৃথিবী জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১। আর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জল্পনা আর কল্পনা। তারই ধারাবাহিকতায় নীলফামারী সৈয়দপুর উপজেলার ০২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
অত্র ইউনিয়ন বাসীর সকলের প্রিয় মুখ, সমাজসেবক, সৎ বলিষ্ঠ গরীব দুঃখি মেহনতী মানুষের বন্ধু, তরুন প্রজন্মের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি, আপোষহীন নেতা। নীলফামারী জেলার, সৈয়দপুর উপজেলার, ২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের, ২ নং ওয়ার্ডের, ব্রহ্মত্তার গ্রামের, ১৯৫২ ভাষা সৈনিক , মরহুম ছাবেদ হোসেন এর পুত্র,সাবেক ছাত্র নেতা, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ গোলাম রকিব সোহন।
মোঃ গোলাম রকিব সোহন ০২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বাসির প্রতি উদ্দেশ্য করে বলেন, ইউনিয়ন উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। এর জন্য আমি আমার ইউনিয়নের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ এলাকা বাসির সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি। আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের পাশে থেকে ইউনিয়ন বাসি, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে “জননেত্রী শেখ হাসিনার” উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন। কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বাসিকে, অগ্রীম কোনো মিথ্যা আশ্বাস নয়।
আমি বাস্তবতায় বিশ্বাসী আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও আপনাদের সমর্থন পেলে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সম্মান রক্ষায় সর্বক্ষণ নিবেদিত থাকার প্রত্যয়ে অঙ্গীকারব্দ।আমার ইউনিয়নের সকল সাধারণ মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো।
এবং তাদের দুর্ভোগ নিবারনের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। এলাকাবাসিকে পরিছন্ন মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাবান্ধব উন্নত নাগরিক সুবিধা প্রদান করবো। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইউনিয়নের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, আমাকে চেয়ারম্যান হিসাবে গরীব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে দারানোর সুযোগ করে দেওয়ার জন্য, আমি সকলের প্রতি অনুরোধ জানাই । দল-বল নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।