২৮শে নভেম্বর বিষ্ণুপুর দারুল উলুম কাওমী মাদরাসায় ১০ম তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর দারুল উলুম কাওমী মাদরাসার প্রতি বছরের ন্যায় এবারও তাফসীর প্রতিযোগিতা হচ্ছে। বিষ্ণুপুর গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ১০ম তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর ১৩ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা রোজ শনিবার। বাদ আছর হতে ১০ম তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের কার্যক্রম শুরু করবে। উক্ত মাহফিলের অনুষ্ঠানে হাজী মোঃ শাহাবুদ্দিন সাহেবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছের কোরআন হাফেজ মাওঃ মুফতি আমিনুল ইসলাম(যুক্তিবাদী), সদস্য আল- কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিষ্ণুপুর দারুল উলুম কাওমী মাদরাসার মুহতামিম সুমিষ্টভাষী মোফাচ্ছের কোরআন হযরত মাওঃ আব্দুল সবুর সাহেব , এছাড়া আরো আলোচনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাছিল করুন। বিঃ দ্রঃ হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে ইনশাল্লাহ এবং পর্দার সাথে মহিলাদের বসার জন্য সু- ব্যবস্থা করা হবে ।