২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আশাবাদি এ কে আব্দুল মোমেন

 সিলেটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে শনিবার (২৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা। প্রধানমন্ত্রী সে হিসেবে কাজ করে যাচ্ছেন। সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সম্পদশালী ও অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আশাবাদি আমরা। সে জন্য সরকার কাজ করছে’। সম্মেলনে সিলেট বিভাগের চার জেলার পুরোহিত ও সেবাইতরা অংশগ্রহণ করেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের সুফল পৌঁছে দেয়ার আহ্বান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *