১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র এর বাণী
১৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। আগামী জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র, শেখ তোজাম্মেল হক টুটুলের দেওয়া এক বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে মুজিববর্ষে অঙ্গীকার গ্রহণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল তার বাণীতে বলেন, শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের সকলের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসতে হবে। শিশুর প্রতি সহিংস আচরণ এবং সকল ধরনের নির্যাতন বন্ধ করার জনা তিনি সমাজের সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের সকল প্রকার অধিকার নিশ্চিত করে তাদের শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বিশ্বে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব।