১৪ দিন অনশন ধর্মঘটের পর প্রেমিকের সঙ্গে বিয়ে

 পটুয়াখালীর দুমকীতে বিয়ের দাবিতে অবস্থানের ১৪ দিন পর প্রেমিক রাব্বির সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন কলেজছাত্রী মনি আক্তার (১৯)। শনিবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামে প্রেমিক রাব্বির বাড়িতে এ বিয়ের আয়োজন করা হয়। পরে রোববার বিকেলে দুজন এক সঙ্গে ঢাকা চলে যান। স্থানীয় সূত্র জানায়, ৭ জানুয়ারি পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার মনি আক্তার বিয়ের দাবিতে আঙ্গারিয়া ইউনিয়নের পূর্ব জলিশা গ্রামের রিয়াজুল ইসলাম রাব্বির (২৬) বাড়িতে অবস্থান করে। দীর্ঘ ১৪ দিন প্রেমিকার অবস্থানকালে প্রেমিক আত্মগোপনে ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার হওয়ায় মনিকে বিয়ে করতে বাধ্য হন রাব্বি। উল্লেখ্য, গত পাঁচ বছর পূর্বে পার্শ্ববর্তী উপজেলার বাকেরগঞ্জের পাদ্রীশিপপুর গ্রামের সোহরাব হোসেনের বড় মেয়ে মনি আক্তারের সঙ্গে পরিচয় হয় রাব্বির। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি জানাজানি হলে কিছুদিন আগে দুই পরিবারের মাঝে বিয়ের বিষয়ে কথাও হয়। তবে রাব্বি মনির সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে মনিকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে মনির সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে মনি রাব্বির গ্রামের বাড়িতে গত ৭ জানুয়ারি শনিবার বিকেল থেকে বিয়ের দাবিতে অবস্থান নেন। এতে করে এলাকায় আলোচনা সৃষ্টি হয় এবং মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করতে থাকেন। আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা জানান, দীর্ঘদিন দুই পরিবারের সঙ্গে আলোচনা শেষে ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে এ বিয়ের আয়োজন করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *