১৪০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ডিবির হাতে।

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ১৪০ পিচ ইয়াবাসহ মো: সাইফুল ইসলাম ওরফে সফল (৪৫) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উক্ত এলাকার মৃত-অনি মোহাম্মদ এর ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদে অবহিত হয়ে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকষ টিম আজ দুপুরে বালিয়ডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড় পাড়ুয়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে। এসময় ১৪০ পিচ ইয়াবাসহ সাইফুল নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *