১০৮ অতিক্রম করলো টুঙ্গিপাড়া করোনা সংক্রমন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৮ অতিক্রম করলো। গত ২৪ ঘন্টায় টুঙ্গিপাড়ায় উপজেলার ২ জন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়েছে এবং এক মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। নতুন সুস্থ হয়েছে আরো ৪ জন। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৮ জন। মৃত্যুবরণ করেছে ২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছে ৪৭ জন এবং চিকিৎসাধীন মোট করোনা রোগী ৫২ জন। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলুশন ওয়ার্ডে ১২ জন এবং নিজ বাড়িতে আলাদা রুমে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। বাংলাদেশে করোনার সংক্রমণ ক্রমাগত বাড়ছেই। গেল ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭৭৫ মোট জনের শরীরে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ১৪৯২৫৮ জনে। এবং গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ বুধবার (1 জুলাই ) এ তথ্য জানানো হয়েছে।