০৬ টি গাঁজার গাছসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাগেরহাটের চিতলমারি হতে ০৬ টি গাঁজার গাছসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বাগেরহাট জেলার চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রামস্থ্য জনৈক মোঃ জাফর আলী শেখ(৫৬) এর বসতবাড়ীর পূর্ব পাশে নিজের পরিত্যক্ত জায়গায় (মাদকদ্রব্য) গাঁজার গাছ চাষ করছে। এরূপ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ০৩ আগস্ট ২০২০ তারিখ রাতে বাগেরহাট জেলার চিতলমারি থানাধীন চরচিংগড়ী গ্রামস্থ্য মোঃ জাফর আলী শেখ এর বসতবাড়ীর পূর্ব পাশে পরিত্যক্ত জায়গায় তল্লাশি করে জাফর এর রোপনকৃত ও নিজ হেফাজতে থাকা ০৬টি তাঁজা গাঁজার গাছ উদ্ধার পূর্বক আসামী মোঃ জাফর আলী শেখ(৫৬), পিতা-মৃত-তালেব আলী, সাং-চরচিংগড়ী, থানা-চিতলমারি, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে গাঁজার গাছ রোপন করে নিজ হেফাযতে রেখে চাষাবাদ, উৎপাদন, ক্রয়-বিক্রয় করে আসছে। আসামিকে বাগেরহাট জেলার চিতলমারি থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।