হ্যান্ডক্যাপসহ পলাতক ধর্ষণ মামলার আসামী সামিউল গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ধর্ষণ ও অপহরন মামলায় গ্রেফতারের পর পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডক্যাপসহ পলাতক সেই আসামি সামিউল ইসলাম কে অবশেষে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত সামিউল উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। জানাযায়,এরআগে গ্রেফতারকৃত সামিউল ইসলাম (২২) এর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষন ও অপহরন মামলা হলে সামিউল ইসলাম এলাকা ছেড়ে চাঁদপুর জেলার মতলবে গোপনে অবস্থান করে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ মামলার তথ্য উপাত্ত সংগ্রহ করে থানার একটি টিম গত ৩১ মে মঙ্গলবার ভোরে চাঁদপুর জেলার মতলব থেকে সামিউল ইসলামকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।এরপর সকালে আসামী সামিউল ইসলামকে পুলিশের গাড়ী থেকে থানার সামনে নামানোর সময় পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডক্যাপ অবস্থায় পালিয়ে যায়। পালানোর পর পুলিশ হণ্যে হয়ে তাকে খুঁজতে থাকে।

অবশেষে পালানোর পাঁচ দিনের মাথায় আজ (৫-জুন)রবিবার পুলিশ তাকে খুঁজে পেয়েছে।খোঁজ পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস আই মামুন এর নেতৃত্বে উপজেলার তালককানুপুর ইউনিয়নের সামসপাড়া থেকে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *