বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান এবং বার্ষিক পরিক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয় । ২৩\০১\২০২৩ সোমবার সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
এ্যাসেম্বলি ও জাতীয় সংগীত করার পরে নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বার্ষিক পরিক্ষায় শাখা ভিত্তিক ১ম, ২য়, ও ৩য় স্থান অর্জনকারী মোট ২৪ জন ছাত্র-ছাত্রীদেরকে পুরুস্কার প্রধান করা হয় । প্রথমে পুরুস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিন্দু প্রসাদ বিশ্বাস । ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলামিন সিকদার, ডাক্তার বাসুদেব মজুমদার , আঃ রহিম ভূইয়া , আবুল কালাম মোল্লা , ও মহিলা সদস্য হাসি কনা ।
সহকারী শিক্ষকদের মধ্যে ছিলেন–বাবু নন্দ দুলাল, মোঃ আজিয়ার রহমান , মোঃ ফুরকান মোল্লা , অসিম বাবু , অনুকূল বাবু , মিথুন বাবু , হিরণ বাবু , ইতি দাস , সাকিলা জাফর , মনিমালা সেন ,কাবেরী বাকসি সহ জাহিদ খান , বিল্লাল মোল্লা, দাওয়াতি অতিথী মোঃ টিপু সিকদার যুবলীগ নেতা ও সাংবাদিক কাফি হাসান বশার প্রমূখ ।