“ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, এই প্রতিপাদ্য কে সামনে রেখে হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ব্যাপকভাবে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন, ১নংগেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামের মোঃ জাহিরুল ইসলাম তিনি একজন উদীয়মান এই তরুণ সমাজসেবক। হরিপুর উপজেলার১নংগেদুড়া ইউনিয়নের কর্নধার।
এসময় তিনি আরো বলেন, ধর্মীয়, শিক্ষা, সংস্কৃতিক, খেলাধুলা, সেচ্ছায় রক্তদান সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে হয়ে তিনি ১নংগেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর স্বপ্নসাথী হয়ে এগিয়ে যাবে, গেদুড়া বাসীর উন্নয়নে।
তাই গেদুড়া ইউনিয়ন কে রোল মডেল হিসাবে গড়ে তুলার অঙ্গিকার করেন। গরীব ও সাধারণ মানুষের পাশে থেকে সব সময় সেবা করার সুযোগ চায় উদীয়মান এই নেতা।
সরেজমিনে গেদুড়া ইউনিয়নবাসীর কাছে খোঁজ নিয়ে জানা যায়, উদীয়মান সমাজসেবক মোঃ জাহিরুল ইসলাম জীবনের বেশির ভাগ সময় সাধরণ মানুষের বিপদে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সু-পরামর্শ দিয়ে গেদুড়া বাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারি ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ১নংগেদুড়া ইউনিয়নে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাই ১নং গেদড়া ইউনিয়নবাসীর কাছে প্রত্যাশা করেন “ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।