হরিপুরের বন্যা পরিস্থিতি

স্টাফ রিপোর্টারঃ রাবু সরকার ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারী বর্ষণে উপজেলার সবকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত। ভেসে গেছে প্রায় ৫০ টির মত মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান ও ক্ষেতের ফসল। আজ সোমবার সকাল পর্যন্ত এখানে নগর নদীর পানি বিপৎসীমা বাইরে। প্রবল বর্ষণে সড়কের বিভিন্ন অংশের উপর দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। যে কোন সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। বাসা-বাড়ি ও আঙ্গিনায় বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে গ্রামবাসী। বড় ধরনের বন্যার আশংকা করছেন সাধারন মানুষ। এদিকে উপজেলার প্রায় সবকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় প্লাবনসহ সীমান্তবর্তী ১ নং গেদুড়া ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। পানিবন্দি এসব মানুষ বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে। এদিকে বন্যার মধ্যে রবিবার বিকালে আকস্মিক ভাবে কঠিন বৃষ্টি হয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে এখানে বন্যা মোকাবেলার বিনীত অনুরোধ করছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *