হবিগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার এস, এম, মুরাদ আলী

হবিগঞ্জের মাধবপুর থানায় সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার প্রতিমা ভাঙচুর ও সনাতনীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

গত (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১০নং ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর দক্ষিণপাড়া গ্রামে সনাতন ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজাতে গান বাজানোকে কেন্দ্র করে মূর্তি ভাঙ্গা ও হামলার ঘটনা ঘটে।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে (২০ সেপ্টেম্বর) বুধবার সকালে অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় এলাকার সকলকে উক্ত ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর লক্ষ্যে আহবান জানান। তাছাড়াও এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় উক্ত এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *