প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২০, ১২:২৬ অপরাহ্ণ
গোপালগঞ্জ সড়ক দূর্ঘটনা, নিহত ২
আজ গোপালগঞ্জ সদর উপজেলায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনা স্থলেই দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (১৬ অক্টোবর ) বিকেলে সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, দ্রুতগামী একটি পিকাপ মটরসাইকেল কে ধাক্কা দেয়। পরে পিছন থেকে আসা মালবাহী ট্রলি গাড়ি মটরসাইকেল কে চাপা দেয়। ফলে ঘটনা স্থলেই আমিন শেখ নামে এক আরোহী নিহত হয়। অপর আরোহী সাইদ কে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আমিন ও সাইদ একে অপরের ভগ্নিপতি ও শালা। নিহত দুই জন মটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত