রক্তস্নাত ও অশ্রুসিত বাংলাদেশে নারী নির্যাতন হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছে। বিচারের দীর্ঘসূত্রতা.অভিযুক্ত ব্যাক্তিদের সহজেই জামিন প্রাপ্তি ও দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন ও হত্যা ন্যায় জঘন্য অপরাধ ঘটেই চলছে। আর তেমনই একটি গর্হিত ঘটনার সাক্ষী হলো মাদারীপুর বাসি গত কাল সোমবার ২৮ সেপ্টেম্বর মাদারীপুর জেলার রাজৈর থানার কদমবাড়ি ইউনিয়নের হরিনগর গ্রামে সুকন্ঠ গোলদার এর স্ত্রী কেয়া হালদার কে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করে। সুকণ্ঠ গোলদার তার স্ত্রীকে হত্যা করে নিজে পালিয়ে বেড়াচ্ছে। সুকণ্ঠ গোলদার একমাস আগে কেয়া হালদার কে বিয়ে করে। এ ঘটনার প্রতিবাদে রাজৈর থানায় সুকণ্ঠ গোলদারের নামে মামলা দায়ের করা হয়। এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হোক এটা গ্রামবাসীর প্রত্যাশা। খুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সকলেই।