স্বাধীনতার সুবর্নজয়ন্তী মেলায় নামে স্টল থাকলেও নেই কোন কার্যক্রম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ এর বিভিন্ন মেলায় স্টল হলেও আজ মেলার ২য় দিন। কষ্টের বিষয় কয়েকটি স্টল ছাড়া প্রায় স্টলেই কোন কার্যক্রম নেই। মুক্তিযোদ্ধা স্টলের মধ্যে মটর সাইকেল রাখা, এ্যাডো, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন, এনজিওর স্টলে নেই কোন কার্যক্রম, ( ফাঁকা পড়ে আছে টেবিল চেয়ার ও নেই )  উপজেলা  মহিলা বিষয়ক স্টলেও কাউকে পাওয়া যায় নি।

অপরদিকে প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষকরা মঞ্চ মাতিয়ে রেখেছেন, পাশাপাশি ডায়াবেটিস সমিতি থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা চলছে। হাসপাতালের স্টল থেকে করোনার টিকাদানের ও ব্যবস্হা রয়েছে।

সমাজ সেবাসহ কয়েকটি স্টলে নামেমাত্র স্টল হলেও নেই কোন প্রোসপ্রেকটার্স, নেই কোন নাগরিক সুবিধা।

 কৃষি এবং পল্লী বিদ্যুতায়ন স্টলেও সাড়া মেলে ভিড়। দেখা যাক বিকেলে কি হয়?



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *