স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রুপসী নওগাঁ ও হিলফুল ফুজুল পরিষদ ৩নং গোনা ইউপি’র যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসকরা বিনামূল্যে শিশু, গাইনী, চর্ম ও যৌন, হাড় ও ব্যথা, মেডিসিন, নিইরো, নার্ভ ও ব্রেন, চক্ষু শিবির, ডেন্টালসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন রুপসী নওগাঁ’র পরিচালক ও ডেন্টিষ্ট খালেদ বিন ফিরোজ জানান, জেলার প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কাজ করা এই সংগঠনের উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করা হবে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।