স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা, জননেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স) এর আহ্বানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকালে স্থানীয় মোহাম্মদপাড়া থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
Aa