পিরোজপুর জেলার স্বরূপকাঠির ইন্দুরহাট বন্দরে গত ২৪ মে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।পাশাপাশি ৪টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত ও ৫টি দোকান আংশিক পুড়ে গেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইন্দুরহাট-মিয়ারহাট ব্রিজের দক্ষিণ পাড়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপ্রত্যাশিত এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, মঙ্গলবার রাতে ইন্দুরহাট বন্দরের স্থানীয় আল হোসাইনী অপটিকস নামক দোকানে আগুন দেখে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালায়। অগ্নিকান্ডের তৎক্ষনাৎ খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়সূএে জানানো হয়েছে ঐ আগ্নিকান্ডে আল হোসাইনী অপটিকস, আরাবী ইলেকট্রনিকস, জননী ইলেকট্রনিকস ও শুভ ডেন্টাল কেয়ার সম্পূর্ণ ভস্মিভূত হয় এবং সোয়াদ ফার্মেসি, শেফা মেডিক্যাল হল, আসিফ মেডিক্যাল হল,মুদি মালামালের গোডাউন ও সি.স্কাই গার্মেন্টস আংশিক পুড়ে গেছে।