প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২২, ৫:০২ অপরাহ্ণ
স্বরুপকাঠিতে করফা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নামে অভিযোগ
বর্তমানে -সবচেয়ে আকর্ষনীয় ও চমকপ্রদ ব্যবসার নাম সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড।নিয়ম কানুনের তোয়াক্কা না করে উপজেলা সমবায় অফিস থেকে একটি রেজিস্ট্রেশন করিয়েই শুরু হয় এই চড়া সুদে ঋনদান কার্যক্রম।
হায়হায় কোম্পানির মতো স্বল্প মুলধনে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে চলে এই সঞ্চয় কার্যক্রম।
এমন একটি সমিতি করফা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড যা কিনা স্বরুপকাঠীর ক্ষুদ্র ঋন গ্রহীতাদের জন্য আতংক।
সমিতির মাঠকর্মী কাজী রাজু আহমেদের বিরুদ্ধে স্বরুপকাঠীতে একাধিক (নাম প্রকাশে অনিচ্ছুক) মানুষের অভিযোগ,
এর মধ্যে মারধরের অভিযোগ করেন সমিতির সদস্য মোঃ ফরহাদ সরদার।
লিখিত অভিযোগে তিনি জানান আমি দোকানে না থাকা অবস্হায় রাজু সুদের টাকা চাইতে আসলে আমার ছেলে সুভন সরদার অপেক্ষা করতে বলে।রাজু কোন কথায় কর্নপাত না করিয়া তাকে গালিগালজ ও হুমকি ধামকি দেয় ও একপর্যায় মারধর করে এবং ক্রাশ হইতে হাত দিয়ে টাকা নেয় , স্থানীয় লোকজন এগিয়ে আসলে রাজু টাকা নিয়ে দৌড়ে পালান এবং দোকানের মালামাল এলোমেলো ফেলে রেখে চলে যায়া। আরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত