স্বপ্নের আলো ফাউন্ডেশন’র পক্ষ থেকে গরিব দুঃখীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর পক্ষ থেকে  সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে।  শুক্রবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হল রুমে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল– ছেলেদের পাঞ্জাবী, মেয়েদের জামা, মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি। “স্বপ্নের আলো ফাউন্ডেশন” এস.এ.এফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিন খান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” উপদেষ্টা ও ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, রাজাপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মো. নেয়ামুল আহসান হিরন, “স্বপ্নের আলো ফাউন্ডেশন” রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” ঢাকা মহানগর শাখার সদস্য জহিরুল ইসলাম রিয়াদ, রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুনজিল, অর্থ-সম্পাদক মো. সাগর খান, প্রচার প্রকাশনা সম্পাদক আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব প্রমূখ।  সংগঠনটি প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *