আজ ২১ নভেম্বর ভোর ৫ঃ০০ টায় গুরুতর অসুস্থ অবস্থায় স্বনামধন্য ইসলামীক স্কলার ও মুফাসসির অধ্যক্ষ মাওঃ গোলাম সারওয়ার সাঈদী ইন্তেকাল করেছেন। মহামারী করোনাকালে বাংলাদেশে লকডাউনের সূচনালগ্নে হুজুরের বেশ কয়েকটা ভিডিও অনেককেই ভাবিয়ে তুলেছিল । ভিডিওতে তিনি আল্লাহ্র আযাবের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজে কেঁদেছেন স্রোতা দর্শকদেরকেও কাঁদিয়েছেন । বলেছেন যে কোন সময় আমার আপনার মৃত্যু হতে পারে, এ জন্য প্রস্তুতি থাকতে হবে সবসময় । আজ মনে হচ্ছে, আমাদের বলার পাশাপাশি তিনি নিজেই প্রস্তুতি নিয়েছেন মৃত্যুর পথে যাত্রার । কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন, এরপরে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন আইসিউতে ছিলেন । স্বনামধন্য ইসলামীক স্কলার ও মুফাসসির অধ্যক্ষ মাওঃ গোলাম সারওয়ার সাঈদী সাহেব এর জানাজা আজ বাদ আছর আড়াইবাড়ি কামিল মাদ্রাসা, কসবায় অনুষ্ঠিত হবে। স্বনামধন্য ইসলামীক স্কলার ও মুফাসসির অধ্যক্ষ মাওঃ গোলাম সারওয়ার সাঈদীর মৃত্যুতে দেশের সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন।