প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২২, ৩:৫৭ অপরাহ্ণ
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ. লীগ সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।
স্বদেশ প্রত্যাবর্তনের ৫০তম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ খান মাহমুদ স্বপন, শেখ সারহান নাসের তন্ময় এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আ. লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম, সদস্য শেখ মোত্তাহিদুর রহমান শিরু, টুঙ্গিপাড়া উপজেলা আ. লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. ইলিয়াছ হোসেন সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ এমদাদ হোসেন, টুঙ্গিপাড়া পৌর আ. লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ স্থানীয় আ. লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পুলিশ প্রশাসন ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত