স্বতন্ত্র প্রার্থী হচ্ছে নির্বাচনের অলংকার- মহিউদ্দিন মহারাজ

“স্বতন্ত্র প্রার্থী হচ্ছে নির্বাচনের অলংকার। মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীকে স্বীকৃতি দিয়েছেন। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ্য করে বলেন, তিনি নেছারাবাদে আওয়ামী লীগের একটি মিটিংয়ে বলেছেন, আমাকে ভোট দেয়ার দরকার নেই, আমার ভোট দেবে জিন পরিতে। তিনি ৭ জানুয়ারি পর্যন্ত নৌকা ধার নিয়েছে, নির্বাচনের পর হয়ে যাবে সাইকেল।

” পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ (২২ ডিসেম্বর) শুক্রবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ নির্বাচনীয় পথসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু কে বলেন, তিনি থাকেন ঢাকায়, আপনাদের সাথে যোগাযোগ করার সময় তার নেই। বড়জোর দুই একবার আসতে পারেন। নির্বাচনের পর সাইকেল মার্কার লোকদের নিয়ে থাকবেন।

আর আমি মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজীবন নৌকার সাথেই আছি, নৌকার সাথেই থাকবো। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সমুদয়কাঠি ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বরূপকাঠি উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মহিউদ্দিন মহারাজ আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। স্বতন্ত্র প্রার্থী না থাকলে প্রতিযোগিতা থাকবে না। বিদেশে ভোটের গ্রহণযোগ্যতা হারাবে। পথসভায় আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমুদয়কাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

জনসভায় হাজারো সমর্থক জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ও মহিউদ্দিন মহারাজের সমর্থনে স্লোগানে মুখরিত হয়। তার উপস্থিতিতে বক্তৃতার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *