সোহাগ ও চাকলাদার পরিবহনের ভয়ানক সংঘর্ষ


_আজ শুক্রবার ১৮ ই সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে মাগুরা মঘীর ঢালে সোহাগ ও চাকলাদার পরিবহনের ভয়ানক সংঘর্ষে অনেকেই প্রাণ হারিয়েছেন। সোহাগ পরিবহন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছিলো। অপরদিকে মাগুরা হতে যশোর গামী চাকলাদার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। চাকলাদার পরিবহনের যাত্রীদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে।