বাগেরহাট জেলার ফকিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৭ বছর পুর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গৌরবময় ২৭ বছর পুর্তি উপলক্ষে ব্যাংকটির ফকিরহাট শাখা আয়োজিত অনুষ্ঠানটি মংগলবার ২২ নভেম্বর সকাল ১০টায় উপজেলার ফকিরহাট বাজারস্থ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে অপারেশন ম্যানেজার এস এম সাহিনুর রহমানের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ মুহাসিন রেজা।
এ সময় ব্যাংকের ফকিরহাট শাখার সিনিয়র অফিসার রেহানা পারভীন, অফিসার মোঃ মাহমুদুল হাসান, প্রবেশনারী অফিসার আঃ রহিম, এসিস্ট্যান্ট অফিসার মাহমুদুল হাসান, মোঃ সাজেদুল করিম,মোঃ আজমাইন সহ কর্মরত অন্যান্য ষ্ট্যাফবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাখা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।