সৈয়দপুর পৌরসভা নির্বাচন মাইকিংয়ে বেড়েছে শব্দদূষণ অতিষ্ঠ জনজীবন

 নীলফামারীর সৈয়দপুুরে পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে মেয়র – কাউন্সিলর পদ প্রার্থীর মাইকিংয়ে সয়লাব সৈয়দপুর শহরের পাড়া – মহল্লা।

আর এই নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে উচ্চশব্দে। আইন অমান্য করে হাসপাতাল, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় উচ্চশব্দে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রচারকর্মীরা। সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজ পাড়ার বাসিন্দা ওসমান বলেন, ‘ভাই কানে আঙ্গুল দিয়েও রেহাই পাই না। এতগুলো মাইক দিয়ে এক সঙ্গে কি যে বলছে কিছুই বুঝতে পারছি না।

’সিরিয়াল অনুয়ায়ী চলছে প্রতিটি প্রার্থীর মাইকিং রেহাই নাই কানের। ‘শব্দ দূষণের গুরুত্ব বিবেচনায় রেখে ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইনে শহরকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। দিন ও রাত ভেদে শব্দের মাত্রা নির্ধারণ করা হয়েছে।’ ‘আইনানুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠান থেকে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব জায়গায় মাইকিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।’



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *