বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার উদ্দ্যেগে চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ১০ জানুয়ারি ২০২২ সেবা হোক শিক্ষার উপকরন এর দাবিতে সকল প্রতিবন্ধি বিদ্যালয় স্বীকৃতি ও এম.পি.ও ভূক্তি সহ ১১ দফা দাবি আন্দোলনের লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ত করেন জনাব শেখ সোহেল রানা, প্রধান অতিথি ছিলেন জনাব মো: আরিফুর রহমান অপু আহবায়ক বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কেন্দ্রিয় কমিটি। প্রধান আলোচক জনাব এ এইচ এম সালেহ্ বেলাল উপদেষ্ঠা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সমিতি, কেন্দ্রিয় কমিটি।
সার্বিক সহযোগিতায় জনাব মো: হায়ত আলী হাওলাদার সভাপতি আড়ুয়াবর্ণী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয় চিতলমারী, জনাব মো: আরিফুল ইসলাম প্রধান শিক্ষক বড়গুনি শেখ আবু নাসের স্মৃতি প্রতিবন্ধি বিদ্যালয় চিতলমারী, জনাব অমিত কুমার সাহা প্রধান শিক্ষক শেখ রাজিয়া নাসের প্রতিবন্ধী বিদ্যালয় কচুয়া, উপস্থিত ছিলেন প্রেস ক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সদস্য আরিফুল ইসলাম রিয়াজ উক্ত সভা সঞ্চালনা করেন জনাব শেখ কামরুজ্জামান প্রধান শিক্ষক হাড়িদাহ রূপা চৌধুরী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মোল্লাহাট। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সভাপতি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গগণ।
প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তিতে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ জানান বাগেরহাট জেলা শাখা। প্রতিবন্ধী স্কুল এমপিও ভূক্তি বিষয়ে অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করুন এবং পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
তাদের দাবিগুলোর অন্যতম হচ্ছে- প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদান স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতনভাতা ও সব ধরনের সুবিধাদান নিশ্চিতকরণ সব বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা সব বিদ্যালয়ে চাহিদানুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করা।
উক্ত সভায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান অপু বলেন, বাংলাদেশে ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তে এমপিওভুক্তির জন্য ২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখে থেকে ২০ তারিখ পর্যন্ত অনলাইন নিবন্ধনের কথা জানানো হয়। আমরা প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করে সেটি পূরণ করি। কিন্তু এক বছর পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো তথ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। এতে আমরা অনেকটাই হতাশ। আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহমর্মিতায় এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির আলোর মুখ দেখব।