সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সেনা প্রধানের পক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে ভালোবাসার উষ্ণতা পৌঁছে দিতে সামাজিক দায়িত্ব পালনে পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন শীতকালীন প্রশিক্ষণ ২০২২/২৩ এ যশোর অঞ্চলে গত ১৯ ডিসেম্বর ২০২২ হতে মোতায়েন রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি গত ৩ জানুয়ারি ২০২৩ তারিখে সেনাবাহিনীর পক্ষ হতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২০০০ টি কম্বল বিতরণ করা হয়।
সেনাবাহিনীর প্রধানের পক্ষ হতে আয়োজিত এ কর্মসূচি জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার নির্দেশনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের সাথে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ঊর্ধতন সেনা কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *