সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী-বললেন মসিক মেয়র টিটু।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতা, বয়স্ক ভাতার পরিমান বৃদ্ধি করেছেন। তিনি ল্যাকটেটিং মায়েদের জন্য ভাতা প্রদানের মাধ্যমে পুষ্টিকর খাবার নিশ্চিত করে সমৃদ্ধ ও সুস্থ জাতি গঠন করছেন।

আজ সোমবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালের কার্যালয়ের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার উপকারভোগীদের হেলথ ক্যাম্প ও প্রথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র। মেয়র আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন।

বছরের প্রথম দিনে এখন সবাই নতুন বই পাচ্ছে। তাঁর নেতৃত্বেই গড়ে উঠছে সমৃদ্ধ আগামীর ভিত্তি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী আরা বেগম। এ অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মজীবী ল্যাকটেটিং মাদার কর্মসূচির উপকারভোগী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *